ঢাকা: গুলিবিদ্ধ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসক ডা. ফায়েজ শুভ।
মঙ্গলবার রাতে (১৩ ডিসেম্বর) বাংলানিউজকে তিনি বলেন, তার (রিয়াজ রহমান) শরীরে চারস্থানে গুলিবিদ্ধ হয়েছে।
তিনি বলেন, রিয়াজ রহমানকে সার্জারি বিভাগে রাখা হয়েছে। অন্যান্য সার্জারি চিকিৎসকও তাকে দেখবেন।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেয়া হয়।
এদিকে রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোট।
বিএনপির গুলশান কার্যালয়ের সূত্র মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে হরতালের খবর নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এ হরতাল পালিত হবে।
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫