জয়পুরহাট: জয়পুরহাটে নাশকতার মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও বিদ্যুৎ নামে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে নিজ নিজ বাড়ি তাদের গ্রেফতার করা হয়।
১০ জানুয়ারি (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট শহরের আর.বি. সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে প্রধান সড়কে দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার মামলায় তাদের গ্রেফতার করা হয়।
এদিকে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে জয়পুরহাটে।
অবরোধ কর্মসূচি পালন করতে নেতাকর্মীরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিছিল সমাবেশ করে। নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে টহলে রয়েছে।
অন্যদিকে, জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে অবরোধ বিরোধী মিছিল করতে দেখা গেছে।
বেলা ১১টার পর থেকে শহরের প্রধান রাস্তায় মাল বোঝাই ট্রাক থেকে শুরু করে অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, শ্যামলী পরিবহনে নাশকতার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২৫/৩০ জন বিএনপি-জামায়াত-শিবির ও ছাত্রদল নেতাকর্মীর নামে মামলা দায়ের করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫