ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

দেশবাসীর প্রতি অবরোধ ও হরতাল পালনের আহবান খালেদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জানুয়ারি ১৪, ২০১৫
দেশবাসীর প্রতি অবরোধ ও হরতাল পালনের আহবান খালেদার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: অবরোধ ও হরতাল সর্বাত্মকভাবে পালনে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরে যাওয়ার পথে মহিলা দলের সহসভাপতি ডা. নূরজাহান মাহব‍ুব সাংবাদিকদের এ কথা জান‍ান।



তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে যে আন্দোলন-সংগ্রাম চলছে সে দাবি অ‍াদায় না হওয়া পর্যন্ত দেশবাসীকে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন খালেদা জিয়া।

এ সময় তার সঙ্গে ছিলেন মহিল‍া দলের নেত্রী মনি বেগম, শামসুর নাহার, সাজেদা আলী হেলেন, শিরীন জাহান এবং রোকেয়া সুলতানা।

এদিকে বেলা ১ টা ২০ মিনিটে খাবার নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেহের‍ুন্নেসা হক, নারী নেত্রী সুরাইয়া বেগম, আসমা আরেফিন, হুসনে আরা চৌধুরী এবং মরিয়ম বেগম।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ