ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

হরতালের সময় কমলো ১২ ঘণ্টা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, জানুয়ারি ১৪, ২০১৫
হরতালের সময় কমলো ১২ ঘণ্টা ছবি: প্রতীকী

ঢাকা: হরতালের সময় ১২ ঘণ্টা কমিয়েছে বিএনপি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দেশব্যাপী টানা ২৪ ঘণ্টা হরতাল ডেকেছিলো তারা।



কিন্তু মঙ্গলবার মধ্যরাতের ওই ঘোষণার পর বুধবার দুপুর নাগাদ এক বিবৃতিতে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের আহবান জানান।

বিবৃতিতে রিজভী বলেন, গতরাতে (মঙ্গলবার) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাঁকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক হরতাল আহবান করা হয়েছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য ২০ দলীয় জোটের ডাকা এ হরতাল এবং চলমান অবরোধ কর্মসূচি স্বত:স্ফুর্তভাবে পালনের জন্য দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানাই।  

এর পাশাপাশি বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জানান রিজভী।

তিনি বলেন, এই ভোটারবিহীন সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করার জন্য গুপ্তঘাতকদের নামিয়ে দিয়েছে বিভিন্ন পাড়ায়, মহল্লায়। এরই নির্মম শিকার হয়েছেন পেশাদার কূটনীতিক রিয়াজ রহমান।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ