ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় অবরোধে মাঠে নেই বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
খুলনায় অবরোধে মাঠে নেই বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের দশম দিনে বুধবার (১৪ জানুয়ারি) মহানগরীর কোথাও জোটের নেতা-কর্মীদের মিছিল বা পিকেটিং করতে দেখা যায় নি।

অবরোধে খুলনা থেকে পুলিশের কঠোর নিরাপত্তায় দু’একটি দূরপাল্লার যানবাহন ছেড়েছে।

তবে লঞ্চ ও ট্রেন ছেড়ে গেছে যথাসময়ে। নগরীতে রিকশা, অটোরিকশা ও ইজিবাইক চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে কর্মজীবীদের রাস্তায় চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করেছে দোকানপাট।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে ৫ জানুয়ারি ঢাকায় ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে বাধা দেওয়ার প্রতিবাদে খালেদা জিয়া সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।