ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

চাঁদপুরে জায়ামাত নেতাসহ গ্রেফতার ১২

ডিস্ট্র্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, জানুয়ারি ১৪, ২০১৫
চাঁদপুরে জায়ামাত নেতাসহ গ্রেফতার ১২

চাঁদপুর: চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত নেতাকর্মীদের মধ্যে ৮ নম্বর হাটিলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আতাউল করিমসহ জামায়াতের চারজন ও বিএনপির আট নেতাকর্মী রয়েছে।

পুলিশ জানায়, অবরোধে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এদের নামে বিভিন্ন মামলা রয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, চাঁদপুরে দুই প্লাটুন বিজিবি ও বিপুল সংখ্যক পুলিশ  মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ