ঢাকা: রাজধানীর ওয়ারী থানার ঠাঁটারি বাজারে পুলিশ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি হামিদুর রহমান হামিদের ব্যবসায়িক কার্যালয় ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
যুবদলের নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন বাংলানিউজকে জানান, দুপুরে ওয়ারী থানার ঠাঁটারি বাজারে যুবদল নেতা হামিদের বাসা সংলগ্ন ব্যবসায়িক কার্যালয়ে তল্লাসি চালায় পুলিশ।
এ সময় হামিদকে না পেয়ে ওই কার্যালয়ে থাকা কর্মচারী সেলিম (১৮) এবং আলীকে (২৫) মারধর করে বলেও অভিযোগ করেন তিনি।
গিয়াস উদ্দিন অভিযোগ করেন, কার্যালয় বন্ধ দেখে পাশের বাসা দিয়ে সেখানে প্রবেশ করে পুলিশ। এরপর তারা সেখানে বিভিন্ন কাগজপত্র এলোমেলো করে এবং আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালায়।
তল্লাসি অভিযানে ওয়ারী থানার ওসি (তদন্ত) সুভাস পাল নেতৃত্ব দেন জানিয়ে তিনি বলেন, আহত কর্মচারী সেলিম ও আলীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে যোগাযোগ করা হলে ওয়ারী থানার ওসি (তদন্ত) সুভাস পাল বিষয়টি এড়িয়ে যান।
বাংলানিউজকে তিনি বলেন, ওই এলাকায় হামিদের কোনো বাসা নেই।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫