রাজশাহী: রাজশাহীতে অবরোধের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ করেছে জামায়াত ও আওয়ামী লীগ কর্মীরা। তবে গত দু’দিন ধরে এ ধরনের কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত থেকে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত রাজশাহী মহানগর এলাকায় চলমান পুলিশি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জেলা পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, অবরোধের সমর্থনে রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। সকালে মহানগরীর কোর্ট স্টেশন থেকে মিছিলটি বের হয়ে ফের কোর্ট বাজারে এসে শেষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই তারা পালিয়ে যায়।
এদিকে দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমা হামলা, অগ্নিসংযোগ, অবরোধ ও বৃহস্পতিবারের হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি সাগরপাড়া হয়ে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫