ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে বিএনপির ৫০ কর্মীর বিরুদ্ধে মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রূপগঞ্জে বিএনপির ৫০ কর্মীর বিরুদ্ধে মামলা ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): অবরোধ ও হরতালে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া আমবাগান এলাকায় নাশকতার জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫০ কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন।



এতে উল্লেখ করা হয়, ১২ জানুয়ারি (সোমবার) রাতে হরতাল ও অবরোধ কেন্দ্র করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরা রূপসী কাঞ্চন সড়কের আমবাগান এলাকায় রাহাতুন কার্গো সার্ভিস নামে কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো ট ১৬-২৯২৯) ও দড়িকান্দি এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় (মৌলভীবাজার থ ১১-১১১২) ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।

এতে দুটি গাড়িতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর এ অভিযোগ এনে ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) এবি এম মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।