ঢাকা: বর্তমান সরকার ‘অনির্বাচিত’ উল্লেখ করে এই সরকারের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
মুচলেকা দিয়ে বিএনপিকে আলোচনায় বসার শর্ত দিয়ে প্রধামন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের একদিন পর রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে আইনজীবীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, রিয়াজ রহমানের ওপর সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে কোনো ব্যক্তি বা গোষ্ঠী গুলি চালিয়েছে। মানুষকে রক্তাক্ত করা এই সরকারের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই।
তিনি বলেন, সরকার ‘অবৈধভাবে’ ক্ষমতায় আছে। এই ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে কথা বললে মামলা দিয়ে দেয়। ‘অনির্বাচিত’ সরকারের বিদায় চাই। তা না হলে দেশে গণতন্ত্র, মানবাধিকার রক্ষা পাবে না।
তিনি আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহবান জানান।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের হরতাল সফল করতে আহবানও জানান রফিকুল ইসলাম মিয়া।
সমাবেশ বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ বক্তব্য রাখেন।
একই সময়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও আইন অঙ্গনে নৈরাজ্যের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যালয়ের অপর পাশে মানববন্ধন ও সমাবেশ করেছে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক আব্দুল বাসেত মজুমদার সমাবেশ বলেন, দেশে যেসব নৈরাজ্য, দুর্বৃত্তায়ন ও জঙ্গিবাদ চলছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। খালেদা জিয়া গত বছরের মতো এবারও দেশের গণতন্ত্রকে হত্যা করতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য শুরু করেছেন।
খালেদা জিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ‘নাটক’ করেন উল্লেখ করে বাসেত মজুমদার বলেন, সকল নাটকে ব্যর্থ হয়ে তিনি অবরোধ ডেকেছেন। সেই অবরোধও মুখ থুবড়ে পড়েছে।
খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা সম্পর্কে তিনি বলেন, এক বেচারার পায়ের মধ্যে আপনারাই (বিএনপি) গুলি চালিয়েছেন। এর মাধ্যমে নতুন নাটক শুরু করেছেন।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, দেশের অগ্রযাত্রা প্রতিহত করতে বিএনপি উঠে-পড়ে লেগেছে।
মানববন্ধন ও সমাবেশে সম্মিলিত আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, এফআর খান, বশির আহমেদ, রবিউল আলম বুদু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫