রংপুর: রংপুরে যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কোনো প্রভাব পড়েনি।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই নগরীর বিভিন্নস্থানে জীবনযাত্রা ছিল স্বাভাবিক।
হরতাল ডেকেও মাঠে দেখা যায়নি যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের। নগরীর বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা রয়েছে। অফিস আদালতেও কাজ চলছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও ক্লাশও হয়েছে। ব্যাংক-বিমায় লেনদেন হয়েছে। নগরীর বিভিন্ন সড়কে সকাল থেকে যানবাহন চলছে। এদিকে ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক।
এ বিষয়ে রংপুর জেলা যুবদলের সভাপতি রয়িচ আহমেদ বাংলানিউজকে বলেন, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। বিএনপি শান্তির রাজনীতি করে, অহিংস রাজনীতি করে না।
এদিকে, সকালে হরতালের সমর্থনে রংপুর জেলা যুবদলের নেতাকর্মীরা নগরীতে মিছিল বের করে।
অপরদিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মরাও হরতাল বিরোধী একটি মিছিল বের করে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে কাচারী বাজার এলাকায় সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসানসহ ছাত্রলীগের অন্য নেতারা।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। কোথাও কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫