ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে শিবিরের ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, জানুয়ারি ১৪, ২০১৫
রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে শিবিরের ককটেল প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে আবারও পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে শিবিরকর্মীরা।

বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরীর সোনাদীঘির মোড়ে এ হামলা চালানো হয়।

তবে এতে পুলিশের কেনো কর্মকর্তা আহত হননি।

মহনগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, বুধবার বিকেলে শিবিরকর্মীরা অবরোধের সমর্থনে সোনাদীঘির মোড়ে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে তারা ২টি ককটেল ছোড়ে। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের আটকে বতর্মানে ওই এলাকায় অভিযান চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ