ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পরকিয়ার অভিযোগে ছাত্রদল নেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
পরকিয়ার অভিযোগে ছাত্রদল নেতার কারাদণ্ড ছবি: প্রতীকী

বরগুনা: অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বরগুনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম শিমুলকে (৩০) ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে শহরের উপকন্ঠে ক্রোক এলাকায় একটি ছাত্রাবাসে অনৈতিক কাজের অভিযোগে পুলিশ শিমুল ও ওই নারীকে আটক করে।



পরে বেলা পৌনে ১টার দিকে আটকদের বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে সাক্ষ্য প্রমাণে শিমুলকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং ওই নারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানা উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা ছাত্রাবাসে একটি কক্ষে বাহির থেকে তালা দেওয়া অবস্থায় ভেতর থেকে শিমুল ও ওই নারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, শিমুল এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।