ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় শনিবার (১৭ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর গুলিবর্ষণ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বেলাল আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়।
পৌর যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন ২০ দলের পক্ষ থেকে হরতালের ঘোষণা দেন।
এদিকে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর গুলিবর্ষণ ও তার গাড়িটি জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহাম্মদ খোকন, পৌর যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সী শহীদ উল্লা ও পৌর ছাত্রদলের সভাপতি খোন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে দুপুর পৌনে ২টায় কলেজ রোড থেকে যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মেইন রোডের থানার সামনে পৌঁছুলে পুলিশ সামনে এবং পেছন থেকে লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এসময় ছাত্রদল নেতা কামাল উদ্দিনসহ অন্তত ছয়জন আহত হয়। পুলিশ যুবদল কর্মী আবদুল কাদের জিলানীকে আটক করে।
মিছিলের আগে পৌর যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন ২০ দলের পক্ষে হরতালের ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫