ঢাকা: সংলাপের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধান ও সমঝোতা চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল নেত্রী বিলকিস ইসলাম বলেন, খালেদা জিয়া বলেছেন- ‘আমরা আপোস চাই। সেই আপোস হবে সংলাপের মাধ্যমে। ’
তবে খালেদা জিয়া দাবি মানা না পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বলেও দাবি করেন বিলকিস।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের গাড়িতে অগ্নিসংযোগ ও তাকে গুলির ঘটনায় ম্যাডাম (খালেদা জিয়া) খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) হরতাল সফল করতে মহিলা দলসহ বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঠে থাকতে বলেছেন।
মহিলা দলের ৬ সদস্যের এ প্রতিনিধি দলে আরও ছিলেন- আয়েশা সিদ্দিকী, রহিমা খন্দকার, নূরজাহান ইসলাম ও ফরিদা মনি শহীদ।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫