বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় বিআরটিসির বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বাসের সুপারভাইজার শাহীন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ২০/২৫ জনকে জ্ঞাত ও ২৫/৩০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর আগে, মঙ্গলবার রাত ৩টার দিকে বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ উজ্জল রাহা নামে এক ব্যক্তিকে আটক করেছে। উজ্জল উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আগৈলঝাড়া থেকে বেনাপোলগামী বিআরটিসির একটি বাস উপজেলা সদরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ গেট এলাকায় পার্কিং করা ছিলো। রাত ৩টার দিকে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় হেলপার সেলিম গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন। কিন্তু তিনি জানালা ভেঙে বের হয়ে আসতে সক্ষম হন।
পরে, আগুনের খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
ওসি আরো জানান, অবরোধকারীরা পূর্ব পরিকল্পিতভাবে গাড়িতে আগুন দেওয়ার আগে আগৈলঝাড়া-গৌরনদী মহাসড়কের তিন জায়গায় গাছের গুড়ি ফেলে ফায়ার সার্ভিস কর্মীদের আসায় প্রতিবন্ধকতা তৈরি করে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫