ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে রংপুরে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে রংপুরে মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: আন্দোলনের নামে নৈরাজ্য, সন্ত্রাস, নাশকতা ও সাম্প্রদায়িক জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জাগো রংপুর, জাগো বাংলাদেশ’ ব্যানার নিয়ে মিছিল করেছে রংপুর জেলার প্রগতিশীল একটি গোষ্ঠী।  

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শোভাযাত্রায় মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনসহ শান্তিকামী মানুষ এতে অংশগ্রহণ করেন।



মিছিলটি নগরীর মূল মূল সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. শাখওয়াত হোসেন রাঙ্গা, সাংস্কৃতিক কর্মী বিপ্লব প্রসাদ, ড. মাফিজুল ইসলাম মান্টু প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়া দেশে অবরোধের মাধ্যমে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নামিয়ে আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকাণ্ডে মেতে উঠেছেন। তারা বাসে আগুন দিচ্ছে। পণ্যবাহী ট্রাকে আগুন দিচ্ছে।

দেশের মানুষ শান্তি চায়। তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না বলে জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।