ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে ৬টি গাড়িতে আগুন, ককটেল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রাজধানীতে ৬টি গাড়িতে আগুন, ককটেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকায় ৫টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া, বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।



এরমধ্যে, রাজধানীর আদাবরে হক গ্যারেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এরআগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টার দিকে নীলক্ষেতেও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাজমা আক্তার বাংলানিউজকে এ ৩টি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এরআগে, এদিন দুপুরে রাজধানীর গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের সামনে ঢাকা-নারয়ণগঞ্জগামী বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুরোপুরি পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ।

এদিন দুপুরে ধানমন্ডি-২৭ নম্বরে মিরপুর-মতিঝিল রুটে চলাচলকারী একুশে পরিবহনের একটি যাত্রীবাহী ‍বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া, আসাদগেটে আড়ংয়ের সামনে একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনায় মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

এছাড়া, শুধু বাসে আগুনের ঘটনাই নয়, হরতালের আগের দিন বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

এদিকে, রাজধানীর পুরানা পল্টন মোড়ে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। এর মিনিট দুয়েক পর আরও ২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

এ সময় আন্দু মিয়া নামে এক মুক্তিযোদ্ধা আহত হন।

বাংলানিউজকে তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রিকশাযোগে বাসায় যাওয়ার পথে পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণে আহত হন তিনি।

পল্টন মোড়ে কর্মরত টহল পুলিশ জানায়, ঘটনার পর দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

একই দিন সন্ধ্যায় রাজধানীর বাড্ডা হোসেন মার্কেটের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত হন। তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়াও, রাজধানীর কারওয়ান বাজারে ৩টি, ঢাকা কলেজের সামনে ২টি, পুলিশ সদর দফতরের সামনে ১টি, পান্থপথের সামনে ১টি ও বাড্ডায় আরও ১টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।