ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুরে পেট্রোল বোমা ছুড়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ রিজভীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রংপুরে পেট্রোল বোমা ছুড়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ রিজভীর অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

ঢাকা: রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে দুর্ব‍ৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপে শিশুসহ চারজন নিহত ও ১২ জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিবৃতিতে রিজভী বলেন, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর যারা আঘাত করেছে, তারাই রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে চারজন যাত্রীকে হত্যা ও ১২জনকে আহত করেছে।



তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সরকারি এজেন্ট দিয়ে যানবাহনে নাশকতা চালিয়ে বিরোধীদলের ওপর দোষ চাপানোর সেই পুরনো খেলায় আবারও মেতে উঠেছে বর্তমান অবৈধ সরকার।

এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের নিন্দা জানানোর ভাষা নেই উল্লেখ করে রিজভী বিবৃতিতে আরও বলেন,  রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনা বর্তমান আওয়ামী সরকারের ধারাবাহিক ও পুরনো নোংরা অপকর্মেরই যোগসূত্র।  

রিজভী হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়ে নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।