ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
সিলেট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ আটক ৭

সিলেট: সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না ও সদর উপজেলা ছাত্রদল নেতা জিয়াউল হক জিয়াসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরীর শাহী ঈদগাহ এলাকায় মিছিল বের করার চেষ্টাকালে থেকে তাদের আটক করা হয়।

আটক বাকি পাঁচজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং জাতীয় ও স্থানীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদলের পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা শাহী ঈদগাহ এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে।

এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ ধাওয়া দেয়। পুলিশি ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় ছাত্রদলকর্মীরা। পরে ঘটনাস্থল থেকে মুন্না ও জিয়াসহ সাতজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ রহমত উল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ছাত্রদল নেতাকর্মীরা মিছিল বের করে নাশকতার সৃষ্টির চেষ্টা করছিল। তাই পুলিশ তাদের আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।