ঢাকা: ‘প্রয়োজনে পুলিশ অবরোধকারীদের বুকে গুলি করবে’- জাসদের নির্বাহী সভাপতি মাঈনউদ্দিন খান বাদলের দেওয়া এ বক্তব্যের নিন্দা জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৫টি শরীক দলের মহাসচিবরা।
বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, স্বাধীনতার পরপরই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে অসংখ্য মেধাবী রাজনৈতিক কর্মীর জীবন নষ্টকারী, স্বৈরশাসন বিরোধী আন্দোলনের নামে গণবাহিনী সৃষ্টি করে হাজার হাজার রাজনৈতিক কর্মীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মাঈনউদ্দিন খান বাদলদের রক্তের পিপাসা এখনও মেটে নাই। এ বক্তব্য তারই প্রমাণ।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, এ সকল চাটুকাররা এবং অতি আওয়ামী লীগারই আপনার পতনের রাস্তা তৈরি করছে। ইউনিয়ন পরিষদের সদস্য হবার অযোগ্যরাও নৌকায় ভর দিয়ে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধরাকে সরা জ্ঞান করছে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল-মেহেদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ও বাংলাদেশ জাতীয় পার্টির-বিজেপি সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল মতিন সাউদ।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫