ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি মওদুদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি মওদুদের ব্যারিস্টার মওদুদ আহমদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।



বুধবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ রহমানকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

এ সময় রিয়াজ রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন মওদুদ আহমদ।

তিনি বলেন, রিয়াজ রহমান বর্তমানে আশঙ্কামুক্ত। এ ঘটনায় যারা যুক্ত তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে রিয়াজ রহমানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেওয়া হয়।

রিয়াজ রহমানকে সঙ্গে সঙ্গে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার (রিয়াজ রহমান) শরীরের চার স্থানে গুলিবিদ্ধ হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ১২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।