যশোর: যশোরে বাড়ির আঙিনায় থাকা বালির স্তূপে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে ফারজানা ইয়াসমিন (৬) নামে এক শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের কারবালা ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাটি জানতে পেরে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
আহত ফারজানার মা ফাতেমা খাতুন বাংলানিউজকে জানান, দুপুরে ফারজানা বাড়ির সামনে থাকা বালির স্তূপের উপরে উঠে খেলা করছিল। এ সময় ওই বালির মধ্যে থাকা একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
পরে পরিবারের লোকজন ফাজানা ইয়াসমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
যশোর ২৫০ শয্যা জেনালেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির হাত, পা ও মুখ ঝলসে গেছে। তবে সে আশঙ্কামুক্ত।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮৫