ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া: সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের (জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা।

সকাল থেকে শহরের কালীবাড়ি মোড়, টি এ রোড, কুমারশীল মোড়, রেলগেইট ও কলেজপাড়াসহ বেশ কয়েকটি স্থানে অন্তত অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।



এছাড়া কান্দিপাড়া মাদ্রাসা রোডে ব্যাটারি চালিত চার/পাঁচটি ইজিবাইক ভাঙচুর করে তারা।

নাশকতার আশঙ্কায় বুধবার দিনগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ দলের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. বিল্লাল মিয়া রয়েছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, হরতালে নাশকতা রোধে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।