ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ১৯ জন নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, জানুয়ারি ১৫, ২০১৫
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ১৯ জন নেতাকর্মী আটক

কুষ্টিয়া: হরতাল চলাকালে নাশকতার আশঙ্কায় কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার শেষরাত থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।



আটক নেতাকর্মীদের মধ্যে দুইজন জামায়াতের ও বাকি ১৭ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, কুষ্টিয়া সদর মডেল থানা আটজন, ভেড়ামারা পাঁচজন, দৌলতপুর দু’জন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা একজন, মিরপুর একজন ও খোকসা থানা পুলিশ দু’জনকে আটক করে। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, কুষ্টিয়ায় ঢিলেঢালাভাবে চলছে ২০ দলের হরতাল-অবরোধ। সকাল থেকে দূরপাল্লার পরিবহন ছেড়ে না গেলেও জেলার বিভিন্ন রূটে ছোট ছোট যাত্রীবাহী পরিবহন চলাচল করছে। জেলা শহরের অধিকাংশ দোকান-পাট খোলা ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

যে কোনো ধরনের নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।