ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

কুষ্টিয়ায় আ’লীগের দু’পক্ষে সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, জানুয়ারি ১৫, ২০১৫
কুষ্টিয়ায় আ’লীগের দু’পক্ষে সংঘর্ষে আহত ৫

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।  
 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।


 
জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার ও সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শওকত গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।  
 
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, সেকেন্দার ও শওকতের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।  
 
এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়। আহতদের মধ্যে শওকত (৫৫) ও হাসনা বেগম (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন। আহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।  
 
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কাউতে আটক করতে পারেনি পুলিশ।  
 
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।