ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

জয়পুরহাটে হরতাল বিরোধী মিছিল-সমাবশে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, জানুয়ারি ১৫, ২০১৫
জয়পুরহাটে হরতাল বিরোধী মিছিল-সমাবশে

জয়পুরহাট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে ডাকা ২০দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখান করে মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের আমতলী পর্যন্ত প্রদক্ষিণ করে।



পরে পাঁচুর মোড়ের ট্রাফিক পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু ও সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী।

বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়া গ্রেফতার আশঙ্কায় ক্ষণেক্ষণে কর্মসূচি ঘোষণা করে যে জনজীবনে অশান্তি ডেকে আনছেন, তা জনগণই জবাব দিবেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।