ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বিজিবি মহাপরিচালকের বক্তব্যে বিএনপির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, জানুয়ারি ১৫, ২০১৫
বিজিবি মহাপরিচালকের বক্তব্যে বিএনপির নিন্দা

ঢাকা: সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে গুলি চালাবার নির্দেশ দিয়েছেন অভিযোগ তুলে উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।



দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘এমন নির্দেশ সম্পূর্ণ এখতিয়ার-বহির্ভূত ও আইন-পরিপন্থি। ’

বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের এ বিবৃতিতে আরও বলা হয়, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর অতি উৎসাহী কতিপয় কর্মকর্তা বেআইনি নির্দেশ এবং রাজনৈতিক পক্ষপাতমূলক বক্তব্য প্রকাশ্যে দিতে শুরু করেছেন। এতে পরিস্থিতির আরও অবনতি ঘটছে। আমরা রাষ্ট্রীয় বাহিনীসমূহকে আইনসম্মত নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাই’।

পুরো বিবৃতিটি পড়ুন

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।