সাভার (ঢাকা): টানা অবরোধের মধ্যে ২০ দলীয় জোটের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে মহাসড়কগুলোতে দূরপাল্লার বাস না চললেও স্থানীয় বাস ও প্রাইভেটকার চলতে দেখা গেছে।
দুপুর সোয়া ১টা পর্যন্ত বিএনপি জামায়েতের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।
এদিকে, সকালে হরতালের প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ-মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার-আশুলিয়া ও ধামরাই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে জানান, হরতালের তেমন কোনো প্রভাব নেই। সাভারে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ২০ দলীয় জোট বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫