ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠনটি।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক লাকী আক্তার বলেন, কয়েকদিনের অবরোধে এরই মধ্যে নারী ও শিশুসহ অন্তত ২২ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
লিখিত বক্তব্যে পঞ্চম শ্রেণীতে পাবলিক পরীক্ষা প্রসঙ্গে বলা হয়, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ পরীক্ষা শিশুর মানসিক চাপ সৃষ্টির পাশাপাশি স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।
শিক্ষার্থীদের বেতন বাড়ানোর সুপারিশ করায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সমালোচনা করে লিখিত বক্তব্যে বলা হয়, এ সুপারিশ শিক্ষার বাণিজ্যিকীকরণকে আরও তরান্বিত করবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সভাপতি হাসান তারেক।
পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ জানুয়ারি থেকে সারাদেশে প্রশ্নপত্র ফাঁস রোধ, পিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে গণসংযোগ এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ২৮ জানুয়ারি সারাদেশে প্রশ্নপত্র ফাঁস রোধ, পিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল ১১টায় গোলটেবিল বৈঠক।
১ ফেব্রুয়ারিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভ, সহ-সভাপতি আবু তারেক সোহেল, সংগঠনটির ঢাবি শাখার সভাপতি লিটন নন্দীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫