ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় ঢিলেঢালা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জানুয়ারি ১৫, ২০১৫
বগুড়ায় ঢিলেঢালা হরতাল

বগুড়া: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বগুড়ায় ঢিলেঢালা ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হরতাল চলাকালে জেলা শহরের কোথাও কোনো ধরনের সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালের দিকে মূল শহরের বাইরে দুই-একটি স্থানে মিছিল করার চেষ্টা করলেও পুলিশি তৎপরতায় সুবিধা করে উঠতে পারেনি হরতাল সমর্থকরা।

সকাল থেকেই মূল শহরের ভেতর রিকশা-ভ্যানসহ ছোট ছোট যানবাহন চলাচল করে। অধিকাংশ দোকানপাট খোলা ছিল। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন ছিল প্রায় স্বাভাবিক।

আদালতসহ অন্য সরকারি দফতরগুলোতেও স্বাভাবিক কর্মকাণ্ড চলেছে। শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বিএনপি বা ২০ দলের কোনো নেতাকর্মীর দেখা না মিললেও, আগের দিনগুলোর মতোই আওয়ামী লীগ কর্মীরা ছিল মাঠে। রাজপথ দখলে রেখে একাধিক মিছিল ও সমাবেশ করে তারা।   
   
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, হরতাল ও অবরোধ চলাকালে বৃহস্পতিবার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।