ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

হরতালে সাড়া মেলেনি রাজশাহীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জানুয়ারি ১৫, ২০১৫
হরতালে সাড়া মেলেনি রাজশাহীতে

রাজশাহী: বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল রাজশাহীতে ঢিলেঢালাভাবে শেষ হয়েছে। এদিন হরতাল চলাকালে অনেকটাই স্বাভাবিক ছিল রাজশাহীর জনজীবন।



ভোরে হরতাল শুরুর পর থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত কর্মসূচির সমর্থনে ২০ দলীয় জোটের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। হরতালে সাড়া দেয়নি রাজশাহীর সাধারণ মানুষও। ফলে তাদের কর্ম জীবন ছিল অন্য দিনের মতোই।

তবে দুপুরের দিকে নাশকতার সন্দেহে মহানগরীর অলোকারমোড় এলাকা থেকে ৫ জনকে আটক করে পুলিশ। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার বাংলানিউজকে এ তথ্য জানান।
 
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, মাঠে অতিরিক্ত পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। কেউ নাশকতা করলে তাদের কঠোর হাতে দমন করা হবেও বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।