ঢাকা: রাজধানীর গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনটির চেয়ারম্যান ডা. এ কে এম আজিজুল হকের নেতৃত্বে ১৪ জন চিকিৎসক গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
আজিজুল হক ছাড়া অন্য ড্যাব নেতাদের মধ্যে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. রফিকুল কবীর লাবু, ডা. আব্দুল মান্নান, ডা. মুস্তাকিন স্বপন, ডা. এম এ ছালাম, ডা. মিজানুর রহমান, ডা. সাইফুদ্দিন নেছার আহমেদ, ডা. মো. আব্দুল কুদ্দুস, ডা. সৈয়দ আকরাম হোসেন, ডা. রফিকুল ইসলাম রফিক, ডা. মাসুম, ডা. ফাইয়াজ হোসেন শুভ ও ডা. কাউছার আহমেদ উপস্থিত ছিলেন।
রাত সাড়ে ৮টায় গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাংবাদিকদের বলেন, পেপার স্প্রে’র পর খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছিলেন। তার সর্বশেষ খবর নেওয়ার জন্য আমরা আজ (বৃহস্পতিবার) এখানে এসেছিলাম। ম্যাডাম এখন ভালো আছেন।
তিনি বলেন, জাতিসংঘ অনেক আগেই এ পেপার স্প্রে নিষিদ্ধ করেছে। তারপরও সম্পূর্ণ বেআইনিভাবে সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওপর এ নিষিদ্ধ পেপার স্প্রে করা হয়েছে। এটা আইনের লঙ্ঘন।
আন্দোলন কর্মসূচি সম্পর্কে ম্যাডাম আমাদের বলেছেন, চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।
তিনি জানান, বিএনপির চেয়ারপারসন তাদের বলেছেন, চলমান আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সরকার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে সারা দেশে নাশকতা চালাচ্ছে। এ ব্যাপারে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫