সিলেট: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবেই পালিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ দিন হরতালের পক্ষে তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি।
কিন্তু সার্বিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার কারণে তারা সুবিধা করতে পারেনি। ফলে কয়েকটি জায়গায় চোরাগোপ্তা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ছাড়া তাদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।
এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়ার কাজি জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে শিবিরকর্মীরা। কিন্তু বোমাটি গাড়িতে না পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান, নগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
সকাল পৌনে ৯টার দিকে নয়াসড়ক এলাকায় হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল থেকেও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এরআগে, সকাল সাড়ে ৭টার দিকে অতিরবাড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক দলেরকর্মীরা। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
এছাড়া, সকালে নগরীর সুবিদবাজার, সোবহানীঘাট, মদিনা মার্কেট, শাহপরাণ, দক্ষিণ সুরমাসহ বেশ কয়েকটি স্থানে হরতাল সমর্থকদের ঝটিকা মিছিল করার খবর পাওয়া গেছে। তবে দুপুরের পর থেকে নগরীর কোথাও আর হরতাল সমর্থকদের দেখা যায়নি।
এদিকে, অবরোধ ও হরতালে নাশকতা এড়াতে সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাবসহ বিজিবি সদস্যরা। সকাল থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে টহল দেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া হরতালে বড় কোনো গোলযোগের খবর তারা পাননি।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫