ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

নারায়ণগঞ্জ নগর বিএনপির দফতর সম্পাদকসহ গ্রেফতার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, জানুয়ারি ১৫, ২০১৫
নারায়ণগঞ্জ নগর বিএনপির দফতর সম্পাদকসহ গ্রেফতার ১৪

নারায়ণগঞ্জ: ২০ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতা এড়াতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ১৪ জনকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জ নগর বিএনপির দফতর সম্পাদক আকতার হোসেন শাহকে শহরের গ্রিন সুপার মার্কেট থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও সদর থেকে ৫ জন, ফতুল্লা থেকে ২ জন, সিদ্ধিরগঞ্জ থেকে ১ জন, বন্দর থেকে ১ জন, রূপগঞ্জ থেকে ২ জন ও সোনারগাঁ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) আখতার মোর্শেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ