ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

কাপাসিয়া ও শ্রীপুরে ২০দলীয় জোটের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, জানুয়ারি ১৫, ২০১৫
কাপাসিয়া ও শ্রীপুরে ২০দলীয় জোটের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: কাপাসিয়া এবং শ্রীপুরে হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে ২০দলীয় জোট নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।



স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটায় ২০দলের ডাকা দেশব্যাপী হরতালের সমর্থনে উপজেলা জামায়াতের আমির মওলানা ফরহাদ মোল্লার নেতৃত্বে কাপাসিয়ায় শহরে মিছিল করেছে জামায়াত-শিবির।

মিছিলে কাপাসিয়া উপজেলা দক্ষিণ শিবির সভাপতি মোয়াজ্জেম, কাপাসিয়া উপজেলা জামায়াত সেক্রেটারি মওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শ্রীপুরের কাওরাইদে হরতালের সমর্থনে শ্রীপুর উপজেলা ছাত্রদল নেতা মোবাশ্বেরীন জুয়েলের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাওরাইদ বাজার ঘুরে কাওরাইদ রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে একটি পথ সভা করে।

এসময় ছাত্র নেতা ইকবাল, মাসুদ করীম উজ্জল, আমির, পাপেল, আলম, সোহাগ মণ্ডলসহ শতাধিক ছাত্র নেতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ