নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় যুবলীগ নামধারী সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন এক ছাত্রদল কর্মী। নিহত ছাত্রদল কর্মীর নাম মোরশেদ আলম পারভেজ (২৫)।
বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের তিনতেড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের কামলা বাড়ীর আলমগীর হোসেনের ছেলে।
সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সেলিম জানান, মোরশেদ আলম পারভেজ ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের স্থানীয় আবিরপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়।
এ ঘটনার জের ধরে রাত ১১টার দিকে সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের তিনতেড়ী এলাকায় শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ও যুবলীগ নামধারী ক্যাডার জাকির ছাত্রদল কর্মী মোরশেদ আলম পারভেজ দেখতে পেয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পারভেজ মারা যায়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬,২০১৫