ফরিদপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আবু জাফর বলেছেন, এই সরকার ভোটারবিহীন নির্বাচনের সরকার। সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই।
শাহ্ জাফর আরো বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের চলমান অসহযোগ আন্দোলন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন। তিনি নেতাকর্মীদের প্রতি এই আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সরকারের লজ্জাজনক পদত্যাগে বাধ্য করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
বৃহস্পতিবার বিকেলে জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজার এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালালউদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি মো.সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, হামিদুল হক বকুল, সাইফুর রহমান, মাহুববুর রশীদ হেলাল, আশরাফুল আলম ডাবলু প্রমুখ। এর আগে একটি বিশাল মিছিল বাজার প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫