ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আবু জাফর বলেছেন, এই সরকার ভোটারবিহীন নির্বাচনের সরকার। সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই।

ভোটের আগে তারা বলেছে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য তারা নির্বাচন করছে আর এখন বলছে ২০১৯ সালের আগে আর নির্বাচন হবে না। তাদের এই কথা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

শাহ্ জাফর আরো বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের চলমান অসহযোগ আন্দোলন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন। তিনি নেতাকর্মীদের প্রতি এই আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সরকারের লজ্জাজনক পদত্যাগে বাধ্য করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

বৃহস্পতিবার বিকেলে জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজার এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালালউদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি মো.সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, হামিদুল হক বকুল, সাইফুর রহমান, মাহুববুর রশীদ হেলাল, আশরাফুল আলম ডাবলু প্রমুখ। এর আগে একটি বিশাল মিছিল বাজার প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।