ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

হরতাল বন্ধে আইনের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১২, জানুয়ারি ১৬, ২০১৫
হরতাল বন্ধে আইনের দাবিতে মানববন্ধন ছবি: প্রতীকী

ঢাকা: হরতালের নামে বাসে অগ্নিসংযোগ করে যারা শ্রমিক ও যাত্রীদের হত্যা করে তাদের গ্রেফতার করার ও আইন করে হরতাল বন্ধের দাবি জানিয়েছে ঢাকা বিভাগ শ্রমিক লীগ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।



মানববন্ধনে বক্তারা বলেন, হরতাল-অবরোধের কারণে শ্রমিকদের আয় কমে গেছে। গাড়ি পোড়ানো হচ্ছে এতে দেশের সম্পদ নষ্ট হচ্ছে। দেশের জনগণের জান-মালের নিরাপত্তার জন্য আইন করে এই হরতাল-অবরোধ বন্ধ করা হোক।

অবিলম্বে হরতালকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানায় তারা।     

মানববন্ধনে সাংবাদিক সাবান মাহমুদ বলেন, দেশ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, মানুষ চায় ডিজিটাল বাংলাদেশ কিন্তু বিএনপি নেত্রী হরতাল-অবরোধ দিয়ে পুরো দেশকে বিচ্ছিন্ন করে রাখতে চাচ্ছেন।

তিনি বলেন, হরতাল-অবরোধের কারণে শুধু দেশের অর্থনীতি নয় শিক্ষা ও মানুষের নিরাপত্তার ক্ষতি হচ্ছে।

ঢাকা বিভাগীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, হরতাল-অবরোধ দেশের জন্য কোনো ভাবেই মঙ্গলজনক নয়। এতে আমরা শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হই। হরতালের নামে চালক-শ্রমিক ও যাত্রীদের হত্যা করা হচ্ছে।

আয়োজক সংগঠনের ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি মো. আজাহার আলী, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, সহ-সভাপতি নুর মোহাম্মদ হাওলাদার, যুগ্ম সম্পাদক হানিফ খোকন প্রমুখ।   

বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ