ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে সড়কে আগুন জ্বালিয়ে শিবিরের মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বরিশালে সড়কে আগুন জ্বালিয়ে শিবিরের মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: অবরোধের সমর্থনে বরিশালে শিবিরের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় বরিশাল-লাকুটিয়া সড়কের একটেল টাওয়ারের সামনে ব্যানার নিয়ে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে প্রথমে বিক্ষোভ মিছিল করে।

পরে তারা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় অবরোধের পক্ষে স্লোগান দিতে থাকলে একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে।

এদিকে, বৃহস্পতিবার রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঈহল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো  ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ।

অপরদিকে, নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে অব্যাহত রয়েছে র‌্যাব-পুলিশের টহল।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।