ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাড়ি ভাঙচুর মামলায় ইরানকে গ্রেফতার দেখানো হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
গাড়ি ভাঙচুর মামলায় ইরানকে গ্রেফতার দেখানো হয়েছে

ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তফিজুর রহমান ইরানকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।



পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, মোস্তফিজুর রহমান ইরানকে গত ৪ জানুয়ারি পল্টনের আজাদ প্রডাক্টসের গলিতে গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি বলেন, এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও ২৯জন আসামি রয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ইরানকে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।