ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে রোববার ও সোমবার হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, জানুয়ারি ১৬, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে রোববার ও সোমবার হরতাল ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে রোববার ও সোমবার (১৮ ও ১৯ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

শিবগঞ্জে যৌথবাহিনীর অভিযানের নামে দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং ছাত্রদলের এক নেতাকে হত্যার প্রতিবাদে আগামী এ হরতালের ডাক দেয় দলটি।



শুক্রবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতি অধ্যাপক মো. শাহজাহান আলী মিঞা মোবাইল ফোনে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলায় অভিযান চালায় যৌথবাহিনী। গভীর রাতে র‌্যাবের হাতে আটক এক ছাত্রদল নেতা পালাতে গিয়ে দুইপক্ষের বন্দুযুদ্ধে মারা যায়।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ