ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রাক্তন প্রধানমন্ত্রীর দুঃখ পাওয়ার কিছু নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
প্রাক্তন প্রধানমন্ত্রীর দুঃখ পাওয়ার কিছু নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর দুঃখ পাওয়ার কিছু নেই।



শুক্রবার (১৬ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা সাম্প্রদায়িকতা-স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছি। অতীতের তদবির সংস্কৃতি বা স্বৈরচারী আচরণ ও ধ্যান-ধারণা বর্জন করে একদিকে জঙ্গিবাদ, হত্যা-খুনি, সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করছি। প্রতিমুহূর্তে জঞ্জাল পরিস্কার করছি। আপনাদের বোঝাতে চাই, কেউই আইনের ঊর্ধে নয়।

তিনি (খালেদা জিয়া) প্রধানমন্ত্রী হোক আর প্রাক্তন রাষ্ট্রনেত্রী হোক, আগে কোনোদিন কল্পনা করতে পারেননি যে, আদালতে মন্ত্রী-প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী হাজিরা দিতে পারেন।

ইনু বলেন, দুর্নীতির একটি মামলায় বর্তমানে খালেদা জিয়ার মামলা চলছে। তিনিও হাজিরা দিতে গিয়েছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে বেরিয়ে আসার জন্য সবার সিদ্ধান্ত থাকা উচিত। সাম্প্রদায়িকতা শেকড়হীন-ভাসমান। যে জায়গায় যায়, ধ্বংস হয়। শেকড়হীন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ দেশের জন্য, দক্ষিণ এশিয়ার জন্য বিপদ। এজন্য সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে।

অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ, সদস্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ সাদিক, সচিব শাহজাহান আলী মোল্লা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।