ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আগেই সংলাপে বসতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আগেই সংলাপে বসতে হবে ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আগেই সরকার ও বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ আয়োজিত ‘জাতি গঠনে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।


 
ড. এমাজউদ্দীন আহমদ বলেন, বাংলাদেশ এখন চরম সংকটকাল অতিক্রম করছে। এত খারাপ সময় এর আগে আসেনি। কেবল ১৯৭৫ সাল এর কিছুটা ছায়া দেখতে পেয়েছিল।
 
তারপরও বলবো, বাংলাদেশ এখনো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়নি। তবে এভাবে চলতে থাকলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে বাধ্য। তাই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আগেই সরকার ও বিরোধী দলকে আলোচনার টেবিলে বসতেই হবে। এটিই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য-বলেন তিনি।
 
বিষাক্ত রাজনীতির কারণে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে মন্তব্য করে এমাজউদ্দীন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দিকে নজর না দিয়ে পুলিশ এখন গুম-খুনের সঙ্গে জড়িয়ে পড়ছে। ৠাব-ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করছে। বিচার বিভাগের ওপর জনগণের কোনো আস্থা নেই। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হতে আর বেশি সময় লাগবে না।
 
জাসদের কার্যনির্বাহী সভাপতি মঈনুদ্দীন খান বাদলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যিনি বিরোধী দলের নেতাকর্মীদের বুকে গুলি করার কথা বলেন, তিনি সংসদে থাকেন কী করে? সহকর্মীরা তার দিকে তাকান কী করে?
 
বিজিবি প্রধানের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য।   তিনি বলেন, দায়িত্বশীল একটি পদে বসে এ ধরনের কথা বলা যায় না। তিনি যা বলেছেন তা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
 
সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজের চেয়ারপারসন ব্যারিস্টার ফাতেমা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্নেল (অব.) জেড আর এম আশরাফ উদ্দীন পিএসসি।
 
অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক সাদেক খান, শওকত মাহমুদ, সাবেক ব্যাংকার মাহবুবুর রহমান, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।