ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইরানের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ইরানের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ ডা. মোস্তফিজুর রহমান ইরান

ঢাকা: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তফিজুর রহমান ইরানকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিএমএম আদালতে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এ রিমান্ড আবেদন করেন।



মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হবে।

মোস্তফিজুর রহমান ইরানকে গত ৪ জানুয়ারি পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় রাজধানীর লালবাগ এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

** গাড়ি ভাঙচুর মামলায় ইরানকে গ্রেফতার দেখানো হয়েছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।