ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতার ধরন বলছে এরা শিবির!

আসাদ জামান ও ইমরান আলী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
নাশকতার ধরন বলছে এরা শিবির! ফাইল ফটো

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও দফায় দফায় হরতাল কর্মসূচি পালনের সুযোগে দেশব্যাপী আবারও নাশকতায় নেমেছে স্বাধীনতা বিরোধী জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির।
 
গত কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা, অগ্নিসংযোগ, ভাংচুর, রেলের ফিশপ্লেট খোলা,  রেলের পাত উপড়ে ফেলা, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাসা-বাড়ি-অফিস লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার ঘটনার সঙ্গে শিবিরের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ।



নাশকতার ধরনই বলে দিচ্ছে এগুলো শিবিরের কাজ, জানিয়েছেন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। আর বিভিন্ন স্থানে যাদের পাকড়াও করা সম্ভব হচ্ছে তারাও শিবিরেরই কর্মী।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও ৠাব মহাপরিচালক বেনজীর আহমেদের বক্তব্যেও এমন ইঙ্গিত পাওয়া গেছে।   শুক্রবার রংপুরের মিঠাপুকুরে ‘সন্ত্রাস ও নাশকতা, অবরোধে আইন-শৃঙ্খলা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তারা বলেছেন, এখানে স্বাধীনতাবিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। যে কোনও মূল্যে সন্ত্রাসীদের নির্মূল করার ঘোষণা দিয়েছেন তারা।  
 
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মীরপুর ১০ নং সেক্টর থেকে পেট্রলবোমাসহ শিবিরের ১৫ সদস্য গ্রেপ্তার ও বুধবার রংপুর মিঠাপুকুরে যাত্রীবাহী চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ৯ জন আটক এবং চট্রগ্রামে পেট্রলবোমা ছুড়তে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিবির কর্মীর মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী।
 
জামায়াতের নায়েবে আমীর মানবতাবিরোধী অপরাধে উচ্চ আদালতের আপিল বিভাগ থেকে আমৃত্যু কারাদ-াদেশ পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম রায়কে কেন্দ্র করে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী নাশকতা শুরু করে শিবির।
 
ওই নাশকতার ধারাবাহিকতায় ২০১৩ সালের ২৯ নভেম্বর রাজধানীর মৎস ভবনের সামনে যাত্রীবাহী চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপে বেশ কয়েকজনের প্রাণহানীর ঘটনায় দেশ-বিদেশে নিন্দার ঝড় ওঠে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী জোটের আন্দোলন তখন ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত হয়।
 
সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ৫ জানুয়ারি নির্বাচনের আগে দেশব্যাপী যে ধরনের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড শিবির চালিয়েছিলো কয়েকদিন ধরে চালানো নাশকতার সঙ্গে তার হুবহু মিল রয়েছে।
 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বিএনপি নেত্বাধীন জোটের অনির্দিষ্টকালের অবরোধের প্রথম ১১ দিনে পেট্রলবোমায় ১১ জন, সংঘর্ষে ৮ জন ও বিভিন্ন ঘটনায় ৫জনসহ নিহত হয়েছেন ২৪ জন। যানবাহনে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে ৪৮৪ টি এবং রেলে নাশকতা হয়েছে চার দফা।
 
সংশ্লিষ্ট সূত্র মতে, এসব ঘটনায় ব্যবহৃত বিস্ফোরক, আক্রমণের ধরন ও সময়, ঘটনার স্থান, ঘটনা ঘটানোর পর দ্রুত নিরাপদ স্থনে চলে যাওয়া, পুলিশের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে নাশকতামূলক কর্মকাণ্ড সম্পন্ন করাসহ ঘটনার বিভিন্ন উপসর্গের সঙ্গে শিবিরের অতীত কর্মকাণ্ডের মিল খুঁজে পেয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ।
 
আগেই নিশ্চিত হওয়া গেছে, গত বছরের ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর আন্দোলনে দেশব্যাপী নাশকতার মূল দায়িত্ব পালন করে শিবিরের সংঘবদ্ধ ক্যাডার বাহিনী।
 
ওই সময় দেশের বেশিরভাগ জেলায় অভিযান চালিয়ে শিবিরের সভাপতি-সেক্রেটারিসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। তাদের অনেকেই এখনও কারাগারে রয়েছেন। তবে ক্যাডারভিত্তিক এই সংগঠনটির দ্বিতীয় ও তৃতীয় সারির যেসব নেতা বাইরে রয়েছে তারাই এখন দেশব্যাপী নাশকতা চালাচ্ছে।   
 
সামনের দিনগুলোতে এ নাশকতা আরো বাড়তে পারে বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে কারণেই শিবিরের ব্যাপারে বাড়তি মনোযোগ দিয়েছে তারা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে মীরপুর অভিযান চলে। এতে পেট্রলবোমাসহ ১৫ শিবির ক্যাডার আটক হয়।
 
এ ধরনের অভিযান দেশব্যাপী আরো চালানোর প্রস্তুতি চলছে বলেই জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হলেই অভিযান জোরদার করা হবে।
 
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা শুক্রবার বাংলানিউজকে বলেন, গত কয়েক দিনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা পুলিশ বিভাগকে ভাবিয়ে তুলেছে। ঘটনাগুলোকে কেস স্ট্রাডি হিসেবে নিয়ে এরই মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান শুরু হয়েছে। শিবির যাতে প্রকাশ্যে তা-ব চালাতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি বড় ধরনের কোনো ঘটনা আর ঘটানোর সুযোগ পাবে না শিবির।
 
তবে এ ব্যাপারে শুক্রবার সারাদিন চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়ায় শিবিরের কাছ থেকে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।