ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

যারা মিটমাটের কথা বলেন তারা গণতন্ত্রের পক্ষে নয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, জানুয়ারি ১৬, ২০১৫
যারা মিটমাটের কথা বলেন তারা গণতন্ত্রের পক্ষে নয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: বিএনপির সঙ্গে যারা সংলাপ ও সমঝোতার মাধ্যমে মিটমাটের কথা বলছেন তারা গণতন্ত্রের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

পরোক্ষভাবে সুশীলদের উদ্দেশ্য করে ইনু বলেন, তারা সামরিকতন্ত্র ও যুদ্ধাপরাধীদের পক্ষে।



শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডার থানার বেরাইড ইউনিয়নে এ কে এম রহমত উল্লাহ স্টেডিয়াম উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।

ইনু বলেন, দেশে যে পরিস্থিতি চলছে তাতে কেউ নিরপেক্ষ থাকতে পারে না। কোনো না কোনো পক্ষ নিতে হবে। হয় স্বাধীনতার পক্ষ নতুবা যুদ্ধাপরাধীদের পক্ষ।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ইনু বলেছেন, তিনি (খালেদা জিয়া) ফাউল করেছেন। তাই লালকার্ড দেখে তাকে রাজনীতির মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে খালেদা ফাউল করেছেন। এর মূল্য তাকে দিতে হচ্ছে।

তিনি অভিযোগ করেন, খালেদা চক্রান্ত করছেন। ক্ষমতার জন্য অস্থির, উন্মাদ হয়ে গেছেন। আসলে যুদ্ধাপরাধীদের ফাঁসি থেকে রক্ষাই তার মূল এজেন্ডা।

তার দাবি, শেখ হাসিনা গণতন্ত্রের পক্ষ নিয়েছেন। আমরা শেখ হাসিনার সঙ্গে আছি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ