ঢাকা: বিএনপির সঙ্গে যারা সংলাপ ও সমঝোতার মাধ্যমে মিটমাটের কথা বলছেন তারা গণতন্ত্রের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
পরোক্ষভাবে সুশীলদের উদ্দেশ্য করে ইনু বলেন, তারা সামরিকতন্ত্র ও যুদ্ধাপরাধীদের পক্ষে।
শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডার থানার বেরাইড ইউনিয়নে এ কে এম রহমত উল্লাহ স্টেডিয়াম উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।
ইনু বলেন, দেশে যে পরিস্থিতি চলছে তাতে কেউ নিরপেক্ষ থাকতে পারে না। কোনো না কোনো পক্ষ নিতে হবে। হয় স্বাধীনতার পক্ষ নতুবা যুদ্ধাপরাধীদের পক্ষ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ইনু বলেছেন, তিনি (খালেদা জিয়া) ফাউল করেছেন। তাই লালকার্ড দেখে তাকে রাজনীতির মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে খালেদা ফাউল করেছেন। এর মূল্য তাকে দিতে হচ্ছে।
তিনি অভিযোগ করেন, খালেদা চক্রান্ত করছেন। ক্ষমতার জন্য অস্থির, উন্মাদ হয়ে গেছেন। আসলে যুদ্ধাপরাধীদের ফাঁসি থেকে রক্ষাই তার মূল এজেন্ডা।
তার দাবি, শেখ হাসিনা গণতন্ত্রের পক্ষ নিয়েছেন। আমরা শেখ হাসিনার সঙ্গে আছি।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫