রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা যুবদলের সভাপতি শাহানুর রহমান মিঠুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর চন্ডিপুর এলাকার সুফিয়ানের মোড় থেকে তাকে আটক করা হয়।
এদিকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলা ও মহানগরে বিশেষ অভিযান চালিয়ে আরো ৩০ জনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে বলেন, আটক যুবদল নেতা শাহানুর রহমান মিঠুর বিরুদ্ধে হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে ১৫১ ধারায় (নাশকতা প্রতিরোধ) গ্রেফতার দেখানো হয়েছে।
মহানগর পুলিশের মুখপাত্র আরও বলেন, চলমান অবরোধে নাশকতারোধে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ২৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬ জন বিএনপি-জামায়াত নেতাকর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তবে আটকদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেছে তিনি।
অন্যদিকে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গত রাতে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের শনিবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫