ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

আ’লীগ ক্ষমতায় আসার পর উন্নয়ন হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, জানুয়ারি ১৭, ২০১৫
আ’লীগ ক্ষমতায় আসার পর উন্নয়ন হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ৯৬ সালে আওয়ামী লীগ সরকার যেমন দেশের উন্নয়ন করেছে, তেমনি ২০০৯ সালে ক্ষমতায় আসার পর  দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে।

শনিবার বেলা ১২টায় বরিশাল সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, এই সরকার শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে। ঝড়ে পড়া শিশুদের সংখ্যা কমে এসেছে। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করছে।

আমু বলেন, শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থায় আম‍ূল পরিবর্তন এনেছেন। আজ নারীরা পরীক্ষা দিয়ে পাশ করলেই চাকরির আবেদন করছেন, চাকরিও করছেন।

বিএনপির নেতৃত্বাধীন জোটের সমালোচনা করে তিনি বলেন, যে সময়ে দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন সরকারবিরোধীরা বইয়ের গোডাউনে আগুন দিচ্ছে। সরকারের গীবত করে দেশের মান ক্ষুন্ন করছে।

বরিশাল মহিলা কলেজের অধ্যক্ষ  প্রফেসর এ কে এম  এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম খান।

এতে আরো বক্তব্য রাখেন, নবীনবরণ অনুষ্ঠানের আহ্বায়ক অমল কৃষ্ণ বড়াল, শিক্ষক পরিষদের সম্পাদক মাহতাব উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ দুল আশয়ারী, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক প্রমুখ।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।