ঢাকা: বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধ এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিবৃতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি।
শনিবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে ২০ দলীয় জোটের পক্ষে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অবস্থানকে সমর্থন জানানো হয়।
২০ দলের বিবৃতিতে বলা হয়,‘ জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ, সহিংসতা বন্ধ এবং বিরোধী দল ও জনগণের মৌলিক মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়ে যে বিবৃতি দিয়েছে তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা এটিকে স্বাগত জানাই। সমস্যাটি যে রাজনৈতিক এবং বিরোধী দলের কর্মসূচি পালনে ক্ষমতাসীনদের বাধা প্রদান ও নির্যাতন থেকে উদ্ভূত তারা তা অনুধাবন করেছেন। ’
এছাড়া বিবৃতিতে সম্প্রতি রংপুরের মিঠাপুকুরে পুলিশের আইজি ও ৠাবের ডিজির দেয়া বক্তব্যকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করা হয়।
‘ বিবৃতির পূর্ণ বক্তব্য পড়তে ক্লিক করুন’
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫